Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৯:৫৮

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান।

নওগাঁ: নওগাঁয় বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং এর রশিদ না দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের সুলতানপুর এলাকায় অবস্থিত শুভ অ্যান্ড বাদ্রার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।

এ সময় তিনি বলেন, ‘বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্তিম সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দাম নিয়ে মুনাফা অর্জন করছে। এমন অভিযোগে গত তিনদিন থেকে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিকেলে শহরের সুলতানপুর এলাকায় ওমেরা গ্যাস সিলিন্ডার ডিলার শুভ অ্যান্ড বাদ্রার্স ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি যেসব গ্যাস সিলিন্ডার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন তার কোনো রশিদ দেখাতে পারেননি। এ ছাড়া দামও বেশি নেওয়া হচ্ছিল। এই অপরাধে সেই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।‘

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর
৭ জানুয়ারি ২০২৬ ১১:৩৫

আরো

সম্পর্কিত খবর