Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে চড়া দামে গ্যাস বিক্রির অভিযোগে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

বান্দরবান: বান্দরবানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বান্দরবান সদর শিক্ষাকেন্দ্র সংলগ্ন নুর জাহান স্টোরের গুদামে তল্লাশি চালিয়ে ১৬টি গ্যাস সিলিন্ডার মজুত অবস্থায় উদ্ধার করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির ও মজুতের প্রমাণ পাওয়ায় দোকানের মালিক মোস্তাফিজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে উদ্ধারকৃত গ্যাস সিলিন্ডারগুলো সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ জনগণের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

বান্দরবান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূইয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর