Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ২১:৩৩

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবু বকর সিদ্দিক।

রাজবাড়ী: রাজবাড়ীতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় একজনকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) শহরের বড় বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি গ্যাস প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবু বকর সিদ্দিক।

জানা গেছে, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী মেসার্স এ আহাত ট্রেডার্সকে ১০ হাজার টাকা, হাসান কনস্ট্রাকশনকে ৫ হাজার টাকা ও মেসার্স সপ্তবর্ণা ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় একজনকে ১০০ টাকা জরিমান এবং তিন মাসের জেল দেওয়া হয়।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করার অপরাধে তিন প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, জেলা প্রশাসকের কার্যালয়ের পেশকার মো. রাজু আহমেদ এবং শৃঙ্খলায় রাজবাড়ী পুলিশ লাইনের একটি টিম।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর