ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ফুলবাড়িয়া কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল নির্বাচনি গণমিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ মানুষ অংশ নেয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। সমাবেশে তিনি গণভোটের পর ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন।