রংপুর: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর শহরের পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন বিকেলে এ তথ্য জানান।
এর আগে গতকাল বুধবার সারাবাংলা ডটনেটে ‘প্রাথমিক শিক্ষক নিয়োগ,২০ লাখ টাকায় চাকরির চুক্তি, পরীক্ষা ডিভাইসে!’ শিরোনামে বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। রংপুরে প্রশ্ন ফাঁস চক্র ভেঙে দিতে শুরু হয় পুলিশের ধরপাকড়। আগামীকালের বিশাল নিয়োগ পরীক্ষা ঘিরে তৎপরতা হয়।
আরও পড়ুন: ২০ লাখ টাকায় চাকরির চুক্তি, পরীক্ষা ডিভাইসে!
তিনি জানান, আগামীকাল (৯ জানুয়ারি) অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় ১০ লাখ ৮০ হাজারের বেশি চাকরিপ্রার্থী অংশ নেবেন, যা ঘিরে প্রশ্ন ফাঁস ও জালিয়াতির আশঙ্কায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তৎপর ছিলাম যে, একটি চক্র আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।’
সনাতন চক্রবর্তী আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা ডিজিটাল ডিভাইস সরবরাহের লক্ষ্যে সেখানে অবস্থান করছিলেন।
তিনি বলেন, ‘আমরা তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সূত্র পাচ্ছি। এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে আমাদের অভিযান চলমান রয়েছে।’