Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১

স্পেশাল করেসপডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১৯:১১

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

বগুড়া: শাজাহানপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের আশেকপুর ইউনিয়নের কৃষি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কাজ করেন। সকাল ৯টার দিকে পুলিশের রেকার আসার পর চালক রাজিবকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার সজিবুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। তবে রেকার দেরিতে আসায় উদ্ধার তৎপরতা কিছুটা দেরি হয়। ট্রাকের কেবিন কেটে চালককে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক লাল মিয়া জানান, ট্রাকচালক রাজিবের অবস্থা আশঙ্কাজনক।