Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বাস-অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে আগুন, নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ১৫:৩০ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ ১৮:৩১

কুমিল্লায় বাস-অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে আগুন।

কুমিল্লা: দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের পর অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার।

শুক্রবার (৯ জানুয়ারী) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষের পর মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের তদন্ত কমিটি কাজ করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের পরিচয় শনাক্ত করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর