Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ২৩:২৭

প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফেরদৌস আলী (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহত ফেরদৌস আলী উপজেলার তারাগুনিয়া দফাদারপাড়া গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ফেরদৌস আলী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এবং আহত মোটরসাইকেল চালক ইস্তারা আলীকে (৪৫) জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, সন্ধ্যার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন এবং বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর