Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৩:৩৪

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কালীবাড়ি মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহাদ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট দীপংকর বনিক সুজিত এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, আনোয়ার আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ও সামছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি, অ্যাডভোকেট আতিকুর রহমান, আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লাহ, আসাদুজ্জামান সাগর, শামীম আহমেদ, শাখাওয়াত হোসেন পলাশ, নাছির আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন শ্যামল ও ফয়সাল আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর