পিরোজপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে পিরোজপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
শনিবার (১০ জানুয়ারি) পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। যেকোনো ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে।’
তিনি আরও জানান, নির্বাচন চলাকালীন সার্বক্ষণিক টহল, গোয়েন্দা নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া দল প্রস্তুত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গেও সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনকে ঘিরে পিরোজপুর জেলা পুলিশের এই তৎপরতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।