Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুশ্চিন্তা নেই, এবারের নির্বাচন আনন্দমুখর হবে: আদিলুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৭:২৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২১:৪৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

সিলেট: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, এবারের নির্বাচনে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভোটাররা পরিবার ও পরিজনসহ আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় তিনি সিলেট দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় তিনি বাস স্ট্যান্ডের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং সমস্যাগুলি পর্যবেক্ষণ করেন।

উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং তা কার্যকর থাকবে। বাংলাদেশের আগামী শত বছরের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে। সব মিলিয়ে এবারের নির্বাচন উৎসবমুখর হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘‘রক্ত দিয়ে প্রাপ্ত সংবিধান অনুযায়ী জনগণের মতামত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। আশা করি, বাংলাদেশে নির্বাচন হবে আনন্দমুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর