রংপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলা রোধে সারাদেশের ২৪ হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা (বডি ক্যাম) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দফতর। একই সঙ্গে প্রথমবারের মতো দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ নির্বাচনি প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও সদস্যদের সঙ্গে আয়োজিত বিশেষ কল্যাণ সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আইজিপি বলেন, ‘সারাদেশে ২৪ হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা দেওয়া হবে। এতে সরাসরি তদারকি সহজ হবে এবং যেকোনো অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের জন্য প্রথমবারের মতো দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সমাজের সার্বিক সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পুলিশ সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের চেষ্টা করছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইজিপি বলেন, ‘জুলাই–আগস্টের পর একই ধর্মের মধ্যেও সংখ্যালঘু পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন তরিকা ও মাজারে হামলার ঘটনাও ঘটেছে, যা আইনশৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। গত ১৫ বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। সেখান থেকে বেরিয়ে এসে বাহিনীর মনোবল পুনরুদ্ধারের চেষ্টা চলছে।’
মামলার জটিলতা ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আক্রমণকারীরা এতে উৎসাহ পাচ্ছে। আসামি গ্রেফতারের পর এলাকাবাসী থানা ঘেরাও করলে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়ে।’
তিনি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে জনগণ, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশসহ বিভিন্ন ইউনিটের অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।