Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার, যুবক আটক

লোকাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৩:১৩

বেনাপোল: বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় র‍্যাবের অভিযানে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব হাসান (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, রোববার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে হেডকোয়ার্টার ঢাকার বিশেষ টহলদল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে অভিযান চালায়। মো. আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটক সাকিব হাসান মো. আসলাম হোসেনের ছেলে এবং রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আটক যুবক ও উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর