পিরোজপুর: জেলার ভান্ডারিয়ায় চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে প্রথমে অটোচালক ও চোর মো. রায়হান জোমাদ্দারকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যে পরবর্তীতে ভান্ডারিয়া মহিলা কলেজ এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত অটো গাড়ির ব্যাটারিসহ কেটে ফেলা অটো উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমানের তদারকিতে ভান্ডারিয়া থানার একটি চৌকস দল এ অভিযান চালায়।
থানা সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর গ্রামের সাইফুল আলম শিকদার (৩৮)-এর ব্যাটারিচালিত অটো গাড়িটি চুরি হয়। এ ঘটনায় ১০ জানুয়ারি রাতে তিনি ভান্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত ও অভিযান শুরু করে।
গ্রেফতাররা হলেন— উপজেলার বড় কানুয়ার বাসিন্দা মো. সালাম জোমাদ্দার ছেলে মো. রায়হান জোমাদ্দার (২২), মৃত সোহরাফ সিকদারের ছেলে সুমন সিকদার (৪৫), মৃত সুলতান খাঁ-এর ছেলে মো. নুরুল ইসলাম (৫৫), কুষ্টিয়ার বাসিন্দা মো. শহিদ জোড়ামানিকের ছেলে মো. বক্কার হোসেন; বর্তমানে ভান্ডারিয়া (ভাঙারি দোকানদার), কুষ্টিয়ার মৃত আমজাদ সরদারের ছেলে মো. শিপন ইসলাম (৩২); বর্তমানে ভান্ডারিয়া (ভাঙারি দোকানদার)।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘অটোরিকশা চুরির ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান পরিচালনা করেছি। অভিযানে চুরির সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং চুরি হওয়া অটো ও ব্যাটারি উদ্ধার করা সম্ভব হয়েছে। চুরি ও চোরচক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।