বগুড়া: বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে করে আসন্ন নির্বাচনে প্রার্থী হতে তার আর কোনো বাধা নেই।
রোববার (১১ জানুয়ারি) কাজী রফিকুল ইসলাম এর মনোনয়ন বাতিল চেয়ে দায়ের করা রিটটি শুনানি শেষে খারিজ করে দেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।
কাজী রফিকুল ইসলামের সমর্থকরা বলছেন, বিএনপির এই প্রার্থীকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল মিডিয়া ট্রাইলে রেখেছিল। তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছে। সেসকল বাধা পেরিয়ে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন আদালত বৈধ ঘোষণা করায় আনন্দ প্রকাশ করেছেন এলাকাবাসী।
বগুড়ার সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম রাজনীতির পাশাপাশি একজন ধর্ণাঢ্য ব্যবসায়ী। ব্যবসায়ী হিসেবে তার ব্যাংক ঋণ বিষয়টি চলমান রয়েছে। তিনি কখনই কোন ঋণখেলাপি ছিলেন না। তাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল মিডিয়ায় মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন, যা মোটেও সত্য নয়।
এদিকে এই খবরের পর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আনন্দ উল্লাস করতে দেখা গেছে। এর আগে গত বছরের ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, সত্য কখনো ঢাকা থাকে না। সত্যের জয় সব সময়। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সারিয়াকান্দি ও সোনাতলাবাসীর জয়কে ছিনিয়ে নেওয়ার জন্য একটি মহল বার বার চক্রান্ত করেছে। কিন্তু তারা সফল হতে পারেননি। আগামীতেও সফল হতে পারবেন না। আমি সব সময় সারিয়াকান্দি ও সোনাতলাবাসীকে ধৈর্য ধারণ করতে বলেছি। মহান আল্লাহ আমাদের সাথে রয়েছেন।