খুলনা: ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রুবেল আনছারকে দুই বছরের জন্য সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ওই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র কর্তৃক গঠিত তদন্ত কমিটি ২০২৫ সালের ২৬ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করে। পরে সিন্ডিকেটের সভায় অভিযুক্ত শিক্ষককে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করলে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন দাখিলের পর সিন্ডিকেটের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
ভুক্তভোগী ছাত্রী উল্লেখ করেন, ‘হঠাৎ একদিন তিনি (শিক্ষক) আমাকে ফোন দেন এবং তার সঙ্গে দেখা করার অনুরোধ করেন। আমি নিরালা মোড়ে গেলে তিনি কিছু কথা বলার কথা বলে গাড়িতে উঠতে বলেন। কথা বলার একপর্যায়ে গাড়ির ভেতরে তিনি অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। আমি এসব কথায় আপত্তি জানাই এবং গাড়ি থেকে নামার চেষ্টা করি। এ সময় তিনি গাড়ি চালানো অবস্থায় আমার হাত চেপে ধরেন এবং বলেন, ‘জেদ করো না; আমি যা চাই, তা আমি করে নিই। আজ না হোক কাল আমার ভালোবাসার চিহ্ন এঁকে দেবই।’ এসব শুনে আমি দ্রুত তার গাড়ি থেকে নেমে কোনোভাবে আত্মরক্ষা করি।’