লালমনিরহাট: লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্ত ব্যাংকের যৌথ উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ও সীমান্ত ব্যাংক, লালমনিরহাট শাখার আয়োজনে মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় শীতার্তদের মাঝে মোট ২৭০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করে আসছে। শীত মৌসুমে দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে এ ধরনের সহায়তা অত্যন্ত প্রয়োজনীয় ও তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, বিজিবি ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।