Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১২:৩৭

স্থানীয়রা চোর সন্দেহে তাকে গণপিটুনি দেয়।

পাবনা: ​পাবনার সুজানগরে চোর সন্দেহে সাগর শেখ (২৩) নামে এক যুবককে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সুজানগর উপজেলার তাঁতীবন্দ রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাগর শেখ সুজানগর উপজেলা নাজিরগঞ্জ হাশামপুর মতিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে তাঁতীবন্দ রেলস্টেশনসংলগ্ন নরজুল ইসলামের বাড়িতে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে চোর সন্দেহে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে জানা যাবে কি কারণে হত্যার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে সজীব গ্রুপ
১৩ জানুয়ারি ২০২৬ ১২:৩০

‎নিয়োগ দিচ্ছে ডিবিএল গ্রুপ
১৩ জানুয়ারি ২০২৬ ১২:২৩

আরো

সম্পর্কিত খবর