Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৯:২৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:৩১

প্রতীকী ছবি।

ভোলা: ভোলা সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে ফাতেমা বেগম (৪৪) নামে এক গৃহবধূ তার বাবার বাড়িতে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাসেম দালাল বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির আবুল কাসেমের মেয়ে। তার স্বামী একই গ্রামের মো.ভুট্টো।

স্থানীয়রা জানান, নিহত ফাতেমা বেগম প্রথম স্বামীর মৃত্যুর পর প্রতিবেশী মো. ভুট্টোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। এতোদিন বাবার বাড়িতেই ছিলেন ফাতেমা। মঙ্গলবার সকালে তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজার ভেঙ্গে ভেতরে ঢুকলে ফাতেমাকে রুমের ফ্যানের হুকের সঙ্গে দড়ি পেঁচিয়ে ঝুলে থাকতে দেখা যায়। পরে ভোলা সদর মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক ওয়াসিফ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এবং সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর