Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে ৩ চেয়ারম্যানসহ ২৭ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ২২:৫৭

পিরোজপুর: জাতীয় পার্টি (জেপি) ও ভিন্ন রাজনৈতিক দল ছেড়ে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার তিনজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ মোট ২৭ জন ইউপি সদস্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান ও বিলকিস জাহান, পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এর আগে যোগদানকারীরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন- পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি জেপির আহ্বায়ক মো. শাহীন হাওলাদার, ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু এবং ৪ নম্বর ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব মাসুদ করিম তালুকদার ইমন। এছাড়া পাঁচটি ইউনিয়নের পুরুষ ও নারী ইউপি সদস্যদের পাশাপাশি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালেক এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মুখ পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির শিকদার এবং ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলামও বিএনপিতে যোগদান করেছেন। নবাগতদের অনেকেই এর আগে ইন্দুরকানী উপজেলায় জাতীয় পার্টি জেপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

বিএনপির জেলা নেতারা জানান, পিরোজপুর জেলায় দলের সাংগঠনিক কার্যক্রম বর্তমানে গতিশীল অবস্থায় রয়েছে। দীর্ঘ ২৯ বছর পর পিরোজপুর-১ আসনে দলীয় প্রার্থী ঘোষণার ফলে স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন।

তবে রাজনৈতিক অঙ্গনে এ যোগদান নিয়ে ভিন্নমতও রয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে, যোগদানকারীদের মধ্যে অনেকে অতীতে বিভিন্ন রাজনৈতিক সুবিধা ভোগ করেছেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সুবিধা পাওয়ার আশায় দল পরিবর্তন করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার পাশাপাশি সমালোচনাও চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, যার প্রভাব আগামী দিনের নির্বাচনি ও রাজনৈতিক কর্মসূচিতে প্রতিফলিত হতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর