রাজবাড়ী: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ই জানুয়ারি) বিকেলে রেডক্রিসেন্ট কার্যালয়ে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটির ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সেক্রেটারি নজরুল ইসলাম, সদস্য মো. আব্দুর রাজ্জাক মিয়া, আঞ্জুমান আরা, মেহেদী হাসান, কাজী আরাফাত হোসেন জিসান উপস্থিত ছিলেন। এছাড়াও মনোনীত সদস্যদের মধ্যে রাজিয়া বেগম, মো. আল আজম আজাদীসহ রেডক্রিসেন্ট ইউনিটের যুব বিভাগ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রেডক্রিসেন্টের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য উপহার স্বরূপ কম্বল বিতরণ করা হবে। রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে এগিয়ে যায়।
তিনি আরও বলেন, আপনারা সবাই জানেন আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আমরা অনেকেই গণভোট সম্পর্কে জানি না। গণভোটে চারটি প্রশ্ন থাকবে, সেখানে হা এবং না উত্তর দিতে হবে। আমরা সবাই ভোট দিতে যাব। কারণ গত ১৭ বছর ধরে আমাদের জাতি কিন্তু নির্বাচনে যে আনন্দ, ও দলবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার যে উৎসব, সেটা পাইনি। ভোট দেয়াটা একটা অধিকার, এ অধিকারটা নিজের মতন করে প্রয়োগ করার সুযোগ পায়নি। ২৪ এর গণ-অভ্যুত্থানে তরুণদের রক্তের বিনিময়ে আপনারা সেই ভোটের অধিকারটা পেয়েছেন। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনন্দের সাথে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি গণভোটেও আপনারা অংশগ্রহণ করবেন।
জানা গেছে, রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটে আজ ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়। বাকি ২৫০ পিস কম্বল পরবর্তীতে উপজেলা পর্যায়ে বিতরণ করা হবে।