Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ৩টি অবৈধ সোনার বারসহ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ২১:১৬

বিজিবির হাতে আটক পাচারকারী।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে ভারত সীমান্তবর্তী এলাকায় তিনটি অবৈধ সোনার বারসহ পাচারকারী মাহাবুল হোসেনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টায় উপজেলার ভারত সীমান্তবর্তী গোয়ালপাড়ায় থেকে তাকে আটক করা হয়। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য জানান।

আটক মাহাবুল হোসেন জীবননগর উপজেলার মেদেনীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপনে খবর পেয়ে জীবননগরের বেনীপুর বিজিবি’র একটি টহলদল গোয়ালপাড়ায় অবস্থিত জাকাউল্লাহর ইটভাটার পূর্ব পাশে অবস্থান নেয়। এ সময় মাহাবুল মোটরসাইকেল চালিয়ে ভারত সীমান্তের দিকে যাচ্ছিল। তাকে বিজিবি সদস্যরা থামিয়ে তার দেহ তল্লাশি করে তিনটি অবৈধ সোনার বার উদ্ধার করে। একইসঙ্গে তার মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এই অবৈধ সোনার বারগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন।

তার কাছ থেকে উদ্ধার করা সোনার বার, মোটরসাইকেল ও মোবাইল ফোনের তালিকা মূল্য ৬৭ লাখ ৪৪ হাজার ১২৫ টাকা।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়ার পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর