Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১৮:০২

পিরোজপুর: জুলাইয়ের গণআন্দোলন ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অন্যতম মহানায়ক র হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচারের দাবিতে পিরোজপুরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে বাংলাদেশ পন্থী জনতা, পিরোজপুর-এর আয়োজনে পিরোজপুর কেন্দ্রীয় (বড় মসজিদ) মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া চরম হতাশাজনক ও ন্যায়বিচারের পরিপন্থি।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, জুলাইয়ের গণআন্দোলন ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে সাহসী ভূমিকা রেখে শহিদ শরিফ ওসমান হাদি আত্মত্যাগ করেন। তার মতো একজন দেশপ্রেমিকের হত্যার বিচার আজও ঝুলে থাকা জাতির জন্য লজ্জাজনক। অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত না করা হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচি চলাকালে শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্লোগান, ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে হত্যার বিচার দাবিতে প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর