ফরিদপুর: কাজাখিস্তান প্রবাসীর উদ্যোগে ফরিদপুরে হাজারো হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার(১৭ জানুয়ারি) বেলা ১১ টায় জেলার সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী হাফিজিয়া মাদরাসা মাঠে এই শীতবস্ত্র বিতরণ আয়োজন করা হয়। এ সময় চরবিষ্ণপুর ইউনিয়নের শীতার্ত এক হাজার পরিবারের মাঝে কম্বল ও ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল, ভলিবল, ক্রিকেট সরঞ্জাম তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, জরিপের ডাঙ্গী গ্রামের আব্দুল ওহাব আকনের ছেলে ফরহাদ আকনের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া করা হয়। তিনি ২০০২ সাল থেকে কাজাখিস্তানে অবস্থান করছেন। বর্তমানে বাংলাদেশ-কাজাখিস্তান কমিউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশটির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছেন। পাশাপাশি সমাজের হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ওই প্রবাসীর বাবা আব্দুল ওহাব আকন। তিনি বলেন, ‘গরিব-দুঃখী মানুষ যাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে পারে সেজন্য আমার ছেলে এই উদ্যোগ নিয়েছে। আজ আমি বাবা হিসেবে গর্বিত যে, আমার ছেলে সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমি তার জন্য দোয়া করি, সে যেন মানুষের পাশে সারাজীবন থাকতে পারে।’
এ সময় ভিডিওকলের মাধ্যমে যুক্ত হয়ে সকলের কাছে দোয়া চান প্রবাসী ফরহাদ আকন এবং ভবিষ্যতে তার কর্মযজ্ঞ অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তার এই শীতবস্ত্র পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র এ মানুষেরা এবং মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।