Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ২০:২৪

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদায় হাল চাষের সময় ট্রাক্টরের নিচে পড়ে অন্তর চন্দ্র বর্মন (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নতুনহাট বটতলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি বটতলি গ্রামের খিরেন্দ্রনাথ বর্মনের ছেলে। ওই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নতুন হাট বটতলি ভোটাপাড়া গ্রামে তুলেশ চন্দ্র রায়ের জমিতে ভাড়ায় আনা ট্রাক্টর আল আমিন চাষ করছিলেন। এ সময় দুই শিশু শখের বসে আল আমিনের সঙ্গে দুই পাশে ট্রাক্টরে উঠে। এক পর্যায়ে ট্রাক্টর বাক নেওয়ার সময় অন্তর ট্রাক্টরের নিচে পড়ে যায়। এতে ট্রাক্টরের হাল দিয়ে ক্ষত বিক্ষত হয়ে যায় অন্তর। এ সময় রক্তাক্ত হয়ে ওই জমিতেই মারা যায় অন্তর । পড়ে গ্রামবাসী সহ শিশুটির পরিবার অন্তরকে উদ্ধার করে। পড়ে মৃত অবস্থায় অন্তরকে বাড়িতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, বটতলি ভোটাপাড়া গ্রামে জমিতে ইঞ্জিন চালিত ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবারটি। একটি অপমৃত্যু মামলা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর