Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৭:১৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৮:১৯

সড়কে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন হাইকোর্ট স্থগিত করার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে করে সিলেট-সুনামগঞ্জ জেলার যোগাযোগের একমাত্র সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে শিক্ষার্থীরা যান চলাচলের জন্য সড়কের একটি লেন ছেড়ে দিলেও যানজটের তীব্রতা কমেনি।

এ সময় যানজটের ভোগান্তিতে পড়েন ইউনিভার্সিটি সংলগ্ন হাসপাতালের রোগীসহ সাধারণ যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ থেকে সিলেটে আসার পথে আটকা পড়া যাত্রী ইমরান আহমেদ ক্ষোভের সুরে বলেন, ‘ আধাঘণ্টা থেকে গাড়ি নিয়ে আটকে আছি। আমার জরুরি কাজ শেষ করে আবার সুনামগঞ্জ ফিরে যেতে হবে কিন্তু অবরোধের কারণে গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে আছে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবি থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগের কথাও তো ভাবতে হবে।’

সড়কে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

একই সড়কে আটকে পড়া হোসাইন আহমেদ নামের আরেক যাত্রী বলেন, ‘আমার আত্নীয় অসুস্থ। জরুরি প্রয়োজন তাই রোগী দেখতে হাসপাতালে যেতে হবে। এখন সিএনজিতে বসে আছি। দেশে কয়েকদিন পরপর আন্দোলন আর মেনে নিতে পারছি না। এসব থেকে বের হয়ে আসতে হবে।’

শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী দেলয়োর হাসান শিশির জানান, শাকসু নির্বাচন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় নির্বাচন স্থগিত করায় সাধারণ ছাত্র/ছাত্রীরা ক্ষুব্ধ। দ্রুত নির্বাচন নিশ্চিত করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

এবারের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ২৩ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯৭ জন। এ ছাড়া ছয়টি হল সংসদে লড়ছেন ৮৪ জন। প্রতিটি হল সংসদে নির্বাচনের জন্য ৯টি পদ রয়েছে। সবশেষ শাকসু নির্বাচন হয়েছিল ১৯৯৭ সালের ২৫ অগাস্ট।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

‘অ্যাভাটার ৪’-এ থাকবেন মিশেল ইয়ো
১৯ জানুয়ারি ২০২৬ ১৮:১৭

নেটওয়ার্ক ছাড়াই হবে জরুরি কল!
১৯ জানুয়ারি ২০২৬ ১৮:০৮

আরো

সম্পর্কিত খবর