Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে ভোট দিতে চান চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ২১:৫০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ২১:৫৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার।

চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে ১০৬ জন বন্দি আবেদন করেছেন। বর্তমানে কারাগারে বন্দির সংখ্যা প্রায় সাড়ে ৬ শতাধিক হলেও আবেদনকারীর সংখ্যা মোট বন্দির এক ষষ্ঠাংশেরও কম।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, যদিও আগে থেকেই কারাবন্দিদের ভোট দেওয়ার আইনগত সুযোগ ছিল, তবে ২০২৬ সালের নির্বাচনেই প্রথমবারের মতো তারা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ কারণে এবার পোস্টাল ভোটের বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. আমজাদ হোসেন জানান, রোববার সকালে কারাগারে মোট বন্দি ছিলেন ৬৪২ জন। এর মধ্যে ১০৬ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে ইতোমধ্যে ৯ জন মুক্তি পেলেও তারা পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট দিবেন।

বিজ্ঞাপন

নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, জেলখানা বা আইনি হেফাজতে আটক ভোটাররা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ জন্য নির্বাচন কমিশনের নির্দেশনায় একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বন্দিদের নিবন্ধন সম্পন্ন করা হচ্ছে। নিবন্ধিত ভোটারদের জন্য ভোটকক্ষ প্রস্তুতসহ গোপন ও সুষ্ঠু ভোটদানের পরিবেশ নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পোস্টাল ব্যালটে প্রার্থীর নামের পরিবর্তে কেবল প্রতীক থাকবে এবং ভোটাররা প্রতীকের পাশে টিক (√) বা ক্রস (×) চিহ্ন দিয়ে ভোট দিবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর