নীলফামারী: নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলমের এক কর্মী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা দণ্ডিত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাঙ্গল প্রতীক টানিয়ে প্রচারণা চালানো এবং নির্ধারিত মাপের চেয়ে বড় আকারের প্রতীক ব্যবহারের অভিযোগে ওই কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মঙ্গলবারের মধ্যে প্রতীকটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- মাগুড়া ইউনিয়নের আকালী বেচাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে মোজাহার হোসেন। তিনি জাপা প্রার্থী সিদ্দিকুল আলমের কর্মী বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রণীত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২৫ লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই দৃশ্যমান স্থানে লাঙ্গল প্রতীক টানিয়ে প্রচারণা চালানো হয়। পাশাপাশি প্রতীকের নির্ধারিত মাপের চেয়ে বড় আকার ব্যবহার করা হয়, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ও আচরণবিধি প্রতিপালনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান জানান, অভিযানের সময় জাপা প্রার্থী সিদ্দিকুল আলমকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। তার কর্মী নিজ উদ্যোগে প্রতীক টাঙিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।