ময়মনসিংহ: নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরীর মাদরাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭)। সে পেশায় মাছ বিক্রেতা। অপরজন তার বন্ধু রাকিব মিয়া।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত (এসআই) নজরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ঠে দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠের পরিত্যক্ত টিন শেডের পিছনে অকেজো ল্যাম্পপোস্ট চুরির করতে করাত দিয়ে কাটার সময় পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে ঝলসে যায় রাকিব। বিষয়টি হৃদয় দেখতে পেয়ে তাকে বাঁচাতে যায়। বাঁচাতে গিয়ে হৃদয় নিজেও বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যায়। গুরুতর আহত হয় হৃদয়। পরে স্থানীয়রা টের পেয়ে দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এসআই নজরুল ইসলাম বলেন, ওই যুবককে হাসপতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা মরদেহ নেওয়ার জন্য এসেছেন।