মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারাবাংলার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে প্রকাশ করা হলো:
পিরোজপুর: বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ গঠনে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, হিরুয়ার রহমান মোল্লা, আহসানুল কবির লিনসহ জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে।
সভায় বিএনপির যুগ্ম- মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতির সব ক্রান্তিলগ্নে ত্রাণকর্তা হিসেবে বার বার আবির্ভূত হয়ে দেশের হাল ধরেছেন। দেশে যখন নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিলেন না, তখন জিয়াউর রহমান জাতিকে নেতৃত্ব দিয়ে এই দিশেহারা জাতিকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহু দলীয় গণতন্ত্রে প্রবর্তন করেছিলেন। তাই দেশ-জাতির জন্য জিয়া পরিবার যে অবদান রেখেছে, তার স্বীকৃতি স্বরূপ আগামী দিনে আমরা আমাদের পবিত্র আমানত ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, এড. বাছেত, আবু সালেহ চৌধুরী, হারুন অর রশিদ, ফারুক উদ্দিন ভূইয়া,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।