Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী-০১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৩:০৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৩:০৭

মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

নীলফামারী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী–০১ (ডোমার–ডিমলা) আসনে জোট প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।

বুধবার (২২ জানুয়ারি) রাতে নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনারা অবগত আছেন যে, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোটগত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। আপনারা আরও অবগত আছেন, আপনাদের নির্বাচনি এলাকা সংসদীয় আসন ১২, নীলফামারী ০১ (ডোমার-ডিমলা) আসনটি জোট প্রার্থী জনাব মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে দেশ এবং জোটের স্বার্থে সব কিছুর ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশগ্রহণ করা অতীব জরুরি, অতএব, এই পত্র দ্বারা আপনাদের জোট প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ আসনে খালেদা জিয়ার ভাগনে ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন না দেওয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেন খালেদা জিয়ার ভগ্নিপতি ও ইঞ্জিনিয়ার তুহিনের বাবা অধ্যাপক রফিকুল ইসলাম। তবে গতকাল তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর