Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৪:০৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৪:০৪

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: টাঙ্গাইলের সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ এবং বিক্রেতা মো. আব্দুল আলীম গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল আজিমের তত্ত্বাবধানে বুধবার এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।

বিজ্ঞাপন

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আব্দুল আলীম এবং জব্দ করা মাদকদ্রব্য টাঙ্গাইল সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। আব্দুল আলীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর