কুষ্টিয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রের মোট ২৫ প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।
এর আগে, জেলা রিটার্নিং কর্মকতা মো. ইকবাল হোসেন প্রার্থীদের আচরণবিধি সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করেন এবং সকলকে আচরণ বিধি মেনে নির্বাচন পরিচালনা করার অনুরোধ জানান।
নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জেলা নির্বাচন অফিস ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।