নরসিংদী: নরসিংদীতে নির্ধারিত দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের সামসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসানসহ জেলার ৫টি আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা।
এর আগে প্রার্থীদের মাঝে নির্বাচনি আচরণবিধি সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক।
জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।