Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৫:১৩

প্রতীক ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

নরসিংদী: নরসিংদীতে নির্ধারিত দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের সামসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসানসহ জেলার ৫টি আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা।

এর আগে প্রার্থীদের মাঝে নির্বাচনি আচরণবিধি সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক।

বিজ্ঞাপন

জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর