Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বৈরাচারী ব্যবস্থা বন্ধ করতে হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন জানাতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৫:৪৬

পরিবেশ, বন ও জলবায়ুর পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ফরিদপুর: পরিবেশ, বন ও জলবায়ুর পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই যোদ্ধাদের প্রত্যাশা বৈষম্যহীন সমাজ ও স্বৈরাচারী ব্যবস্থা বন্ধ করতে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন জানাতে হবে। নইতো দেশ ফের ফ্যাসিবাদের কবলে পরতে পারে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ১১টায় ফরিদপুরের অম্বিকা ময়দানে এক বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৫৪ বছরের জঞ্জাল পরিষ্কার করে দেশ কে ঐক্যের পথে, শান্তির পক্ষে ও সমৃদ্ধসহ জনগণের ক্ষমতায়নের পথে এগিয়ে যেতে আগামী ১২ ফেব্রুয়ারির ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত দিনের ধারা বদলাতে এ বছর দুটি ভোট দিতে হবে। তাই ভোটারদের মতামত প্রকাশে আরও সচেতন ও সতর্ক হতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে। ভোটাররাও ভোট দিতে মুখিয়ে আছে। এখনো ভোট নিয়ে সংশয়ের কথা বাতাসে কেউ কেউ ভাসিয়ে বেড়াচ্ছে। কারণ ১৬ বছরের স্বৈরশাসকের প্রেতাত্মা সমাজে রয়ে গেছে, যারা ফিসফিস করে মানুষের কান ভারী করছে।’

জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মিজ মাহবুবা ফারজানা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক স্রয়দ জুলফিকার হোসেন জুয়েল, জামায়াত নেতা বদরুদ্দীন ও এনসিপির নেতারা।

১২ ফেব্রুয়ারি গণভোটের প্রচরণায় সকল কে হ্যাঁ ভোটের মাধ্যমে ফ্যাসিবাদ রুখে গণতন্ত্র স্থায়ী করতে কেন্দ্রে আসার আহ্বান জানান বক্তারা।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পরিবর্তনের চাবি, জনগণের হাতে’ এই স্লোগানকে সমানে রেখে গণভোটের পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

বগুড়ার ৭ আসনে প্রতীক বরাদ্দ
২১ জানুয়ারি ২০২৬ ১৫:৪২

একটুখানি আলিঙ্গনের দিন আজ
২১ জানুয়ারি ২০২৬ ১৫:২৬

আরো

সম্পর্কিত খবর