বাগেরহাট: মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ২ পিস ইয়াবা ও নগদ ৪২ হাজার টাকা জব্দ এবং এক নারী মাদক কারবারি কে আটক করেছে নৌবাহিনী ও পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার অফিসার ইন চার্য (ওসি) (তদন্ত) মানিক চন্দ্র গাইন।
আটক সাফিয়া বেগম (৫৬) মো. আব্দুর রহিমের স্ত্রী।
ওসি মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার একটি বাড়িতে নৌবাহিনী ও পুলিশ তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যসহ ওই নারীকে আটক করা হয়।
এ ব্যাপারে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।