Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ৮টি আসনে প্রতীক বরাদ্দ


২২ জানুয়ারি ২০২৬ ১১:০২

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের ছবি

টাঙ্গাইল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৮টি সংসদীয় আসনে ৪৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং অফিসার শরীফা হক দলীয় প্রতীকসহ স্বতন্ত্র সব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

এ সময় প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে জনকল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সব প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীক পেয়েছেন।

প্রতীক গ্রহণের পর বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের জানান, আজ আমরা আমাদের প্রিয় প্রতীক ধানের শীষ পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতীক এটি। ধানের শীষ এ দেশের জনগণের আস্থার প্রতীক, টাঙ্গাইল সদরের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের প্রতীক। ইনশাল্লাহ, এবার বিজয় ধানের শীষেরই হবে।

বিজ্ঞাপন

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ তাজুল ইসলাম জানান, স্ব স্ব আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীরা নির্বাচনি এলাকায় ফিরে গেছেন। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর