Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা-৩: বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে শহিদুল আলম বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৩:২২

বহিষ্কৃত সদস্য ডা. শহিদুল আলম

সাতক্ষীরা: সাতক্ষীরা-৩ আসনের বিদ্রোহী প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মূলত দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির নিম্নবর্ণিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ডা. শহীদুল আলম সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর