Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীক বরাদ্দের পর কুমিল্লায় প্রচারে ব্যস্ত প্রার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৪:৩২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫

কুমিল্লায় প্রচারে ব্যস্ত প্রার্থীরা

কুমিল্লা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর থেকেই কুমিল্লার ১১টি সংসদীয় আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পুরো জেলার নির্বাচনী মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রার্থীরা ছুটে যাচ্ছেন গ্রাম থেকে গ্রামে, পাড়া-মহল্লায়।

প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরছেন। পাশাপাশি দীর্ঘদিনের স্থানীয় সমস্যা চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দিচ্ছেন। নির্বাচনি প্রচারে সভা-সমাবেশ, গণসংযোগ, কবর জিয়ারতসহ নানা কর্মসূচিতে সরগরম হয়ে উঠেছে জেলার রাজনীতি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার নির্বাচনি এলাকা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া বাজার এলাকায় এক নির্বাচনি সমাবেশে অংশ নেন। সমাবেশে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের কথা তুলে ধরেন।

অন্যদিকে কুমিল্লা-৬ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী নির্বাচনি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারতের মাধ্যমে তার প্রচারের কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সহিংসতার বিরুদ্ধে অবস্থানের কথা জানান।

এছাড়া একই আসনের জামায়াতে ইসলামী প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি ভোটারদের কাছে শান্তি, সুশাসন ও উন্নয়নের বার্তা পৌঁছে দেন।

সামনের দিনগুলোতে প্রচার আরও জোরদার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতারা। নির্বাচন ঘিরে কুমিল্লা জুড়ে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর