Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণমাধ্যমের সহযোগিতায় গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৫:৪১

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিগত সময়ে জুলাইসহ সকল আন্দোলন সংগ্রামে গণমাধ্যম ভূমিকা রেখেছে। গণমাধ্যমের সহযোগিতায়ই বর্তমানে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ‘সেই সঙ্গে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হতে যাচ্ছে। রাষ্ট্রের চারটি স্তম্ভের মধ্যে গণমাধ্যম একটি, তাই গণমাধ্যমকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সন্ধ্যা ৭টা নাগাদ নরসিংদীর বাসাইল পৌর শিশুপার্কে তারেক রহমানের উপস্থিতিতির কথা জানিয়ে সকল সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক মন্জুর এলাহী, ফারুক উদ্দিন ভুইয়া, রবিউল ইসলাম রবিসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের সমাবেশ শেষে সন্ধ্যা ৭টায় নরসিংদীর পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর