Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৬:২২

গ্রেফতার আসামিরা।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় থানাধীন ৩ নম্বর দাইপুকুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দারিগাছা গ্রামে অভিযান এ পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, প্রথম অভিযানে বিকেল ৪টার দিকে আ. লতিফ (৬০) নামে এক মাদক কারবারিকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে বাড়ির অভ্যন্তরে খড়ি রাখা ঘরের ভেতর থেকে ১৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

একই দিনে একই এলাকার অপর এক অভিযানে আবু সায়েদ আলী (৪৬) নামে আরেক মাদক কারবারিকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে শয়নকক্ষের ভেতরে কাপড় রাখার র‌্যাক থেকে ১২০ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার আসামিদের ও উদ্ধার মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদকসহ সব ধরনের অপরাধ দমনে র‍্যাব তৎপর রয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর