Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত দিয়ে জামায়াত প্রার্থীর নির্বাচনি প্রচার শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ০৯:০৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ০৯:১৩

কবর জিয়ারত করছেন জামায়াতের প্রার্ধী

বগুড়া: দুইজন জুলাই যোদ্ধার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী তিনি বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা, গুনাহার ইউনিয়ন ও আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেন।

কর্মসূচির শুরুতেই তিনি দুপচাঁচিয়ায় জুলাই আন্দোলনে নিহত শহিদ মনিরুল ইসলামের কবর জিয়ারত করতে যান। এরপর দুপচাঁচিয়া পৌরসভা এলাকায় শহিদ আবু রায়হানের কবর জিয়ারত শেষ করেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন।

বিজ্ঞাপন

এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পাটির (এনসিপি) ইজাজ আল ওয়াসী জিম , জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক হাফেজ আব্দুর নূর, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগকালে তিনি উপজেলার একটি পৌরসভা ও একটি ইউনিয়ন এবং আদমদীঘি উপজেলার একটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি যান। হাট-বাজারের দোকানপাটে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণের খোঁজখবর নেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর