Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ০৯:২৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ০৯:২৮

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

সিরাজগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে যাচ্ছেন।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তার যাওয়াকে কেন্দ্র করে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

এই উপলক্ষ্যে শনিবার দুপুর ২টায় সিরাজগঞ্জ জেলা শহরে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।

সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। জনসভা শেষে তিনি পাবনার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

বিজ্ঞাপন

এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর