Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যামিলি কার্ড সম্পূর্ণ ভুয়া ও বেআইনি: ডা. তাহের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ২১:৩৬

কুমিল্লায় জনসভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

কুমিল্লা: বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তথাকথিত ফ্যামিলি কার্ড সম্পূর্ণ ভুয়া ও বেআইনি। চিফ ইলেকশন কমিশনার নিজেই বিষয়টি অবৈধ ঘোষণা করেছেন। যারা এসব কার্ড বিতরণ বা বহন করবে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করবে। এটি সরাসরি নির্বাচন আচরণবিধির লঙ্ঘন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে ডা. তাহেরের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ডা. তাহের আরও বলেন, একটি রাজনৈতিক দল নতুন করে ভারতের সঙ্গে আপস করে আবারও দেশ শাসনের চেষ্টা করছে এবং বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। কিন্তু এ দেশের মানুষ, বিশেষ করে ৪ কোটি যুবসমাজ কখনোই তা হতে দেবে না।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত থাকতে হবে। তিনি অভিযোগ করে বলেন, আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা কেন্দ্র দখলের অপচেষ্টা করবে, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বাসা থেকে বের হওয়ার আগে মা-বাবার দোয়া নিয়ে বের হবেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা শয়তানি করবে তাদের মারধর নয়, বরং আইনের হাতে তুলে দিতে হবে। ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

জনসভায় আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, খেলাফত মজলিশ উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।

জনসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি মহিউদ্দিন ভুঁইয়া নইম এবং সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর