Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলার অভিযোগ, আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ২২:২২

গজারিয়া থানা, মুন্সীগঞ্জ। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সাত জন আহত হয়েছে বলে দাবি স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় গজারিয়া ইউনিয়নের সোনালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে দাবি মহিউদ্দিনের।

মো. মহিউদ্দিন মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আহতরা হলেন- মামুন (৪৭), মানিক (৪২), আল আমিন (২৫), স্বপন সরকার (৫৫), বাবু ( ৪০), জয়নাল (৩৮)।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন বলেন, ‘শুক্রবার বিকেলে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিনের সমর্থনে আমরা একটি মিছিল বের করেছিলাম। মিছিলটি গজারিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে গজারিয়া গার্লস স্কুল পার হয়ে সোনালী মার্কেট এলাকায় আসলে ২০-২৫ জন রতন সমর্থক লাঠিসোটা হাতে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। তাদের লাঠিপেটায় আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আমাদের ৭-৮জন লোক আহত হয়েছে। আহতরা বিভিন্ন ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছে।’

বিজ্ঞাপন

বিষয়টি সম্পর্কে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন সমর্থক হুমায়ন খান বলেন, ‘ন্যাকারজনক এই হামলার নিন্দা জানাই আমি। আমাদের কি স্বাধীনভাবে প্রচার-প্রচারণা চালানোর অধিকার নেই? আমার কাছে আসা তথ্য অনুযায়ী আমাদের ৭ জন সমর্থক এই ঘটনায় আহত হয়েছেন। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচার চাই।’

বিষয়টি সম্পর্কে মুন্সীগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিন বলেন, ‘আমার ৭-৮ জন কর্মী আহত হওয়ার খবর আমি পেয়েছি। জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার প্রতিপক্ষ বুঝতে পেরেছে মুন্সীগঞ্জ ৩ আসনে আমার জনসমর্থন অনেক বেশি তাই বাধ্য হয়ে তারা প্রথম থেকেই মারমুখো আচরণ করছে। আমি এই ঘটনায় নিন্দা জানাই এবং জড়িতদের শাস্তির দাবি করছি।’

বিষয়টি সম্পর্কে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, ‘আমি আজকে মুন্সীগঞ্জ শহরে প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলাম। যারা এই কাজটি করেছে তারা খুব খারাপ কাজ করেছে। এর দায়ভার আমি কিংবা আমার দল নিব না। যারা করেছে তাদেরকে এর দায়ভার নিতে হবে।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘এ রকম একটি খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর