পিরোজপুর: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দীর্ঘ ১৬ বছর নির্যাতন, গুম-খুন ও হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসনের যাঁতাকলে নিষ্পেষিত ছিল। ঐতিহাসিক জুলাই গণবিপ্লবের মধ্য দিয়েই দেশ সেই ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে নতুন করে স্বাধীনতার পথে ফিরেছে।
শনিবার (২৪ জানুয়ারি) পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের কোনো একক নেতা ছিল না। এ বিপ্লবের নায়ক ছিল বাংলার আপামর জনসাধারণ। পরিবর্তনকামী বিপ্লবী জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে ফ্যাসিবাদ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আজ বাংলার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যের স্রোতে সব অন্যায় ভেসে যাবে ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, এই ঐক্যের প্রধান ভিত্তি হলো বাংলাদেশকে ভালোবাসা এবং দুর্বৃত্তপনা ও গুণ্ডামির রাজনীতি বন্ধ করা। চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসের রাজনীতির কারণে স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য পরাজিত শক্তিগুলো নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
জাতীয় রাজনীতিতে মুনাফিকির সমালোচনা করে তিনি বলেন, প্রকাশ্যে জুলাই বিপ্লবের বিপক্ষে দাঁড়ানোর সাহস নেই, অথচ গোপনে গণভোটে ‘না’ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালানো হচ্ছে। আমরা জাতীয় রাজনীতিতে এই দ্বিচারিতা দেখতে চাই না। কারা জুলাই বিপ্লবের বিপক্ষে, কারা আবার বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির হাতে তুলে দিতে চায়, তা জাতির সামনে স্পষ্ট হওয়া দরকার।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে আবার জুলাই আসবে, আবার বিপ্লব হবে, আবার রাজপথে ‘ইনকিলাব, ইনকিলাব’ ধ্বনি উঠবে।
নির্বাচনি জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা আমির তোফাজ্জল হোসেন ফরিদ, পিরোজপুর-৩ আসনের জামায়াত জোটের এনসিপি প্রার্থী শামীম হামিদী।
সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা আমির আবুল কালাম আজাদ। এ সময় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।