Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কপোতাক্ষ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণ করা হবে: হাবিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ২০:৪৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ২১:২৬

সাতক্ষীরা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, নির্বাচিত হলে কপিলমুনি ও তালা উপজেলার কানাইদিয়া এলাকার মানুষের যোগাযোগ সুবিধার জন্য কপোতাক্ষ নদের ওপর একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। পাশাপাশি তালা থেকে খেশরা আসার পথে টিআরএম বেইলি ব্রিজ পুনরায় নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তালা উপজেলার খেশরা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা থেকে খেশরা এলাকা দূরবর্তী হওয়ায় ওই অঞ্চলে একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে, যাতে স্থানীয় জনগণ সহজে স্বাস্থ্যসেবা পেতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে এবং কৃষকদের জন্য কৃষিভাতা চালু করা হবে।

নিজের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, ‘আমি এমপি নির্বাচিত হলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ—সব ধর্মের মানুষ, গরিব ও সাধারণ জনগণ কোনো দালাল বা ব্যক্তিগত সহকারীর মাধ্যমে নয়, সরাসরি যেকোনো সময় আমার সঙ্গে দেখা করতে পারবেন।’

নির্বাচনি জনসভায় খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং তালা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেসা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদু, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, কলারোয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর