Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৩:৪৩

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) ভোর ৫টা ২০ মিনিটে অভিযান চালিয়ে এই নেশা জাতীয় দ্রব্য জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীন আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের শমসের আম বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে মজুত করা ৩ হাজার ৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ফেন্সিডিলের বিকল্প ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

অভিযানের সময় চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত নেশাজাতীয় পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জাতির বৃহত্তর স্বার্থে সব প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর