সাতক্ষীরা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেছেন, ‘একটি দল ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জামায়াত কখনো ক্ষমতায় আসতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।’
রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
কাজী আলাউদ্দীন বলেন, ‘জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি। মুক্তিযুদ্ধের সময় তারা অসংখ্য মানুষকে ঘরছাড়া করেছে। নির্বাচন করে তারা কখনোই দুই-তিনটির বেশি আসন পায়নি। একবার সর্বোচ্চ ১৮টি আসন পেলেও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে—এটি বাস্তবতাবিবর্জিত।’ তিনি আরও বলেন, ‘আপনারা কেউ তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না।’
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে সাবেক এই এমপি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ‘মা-বোনদের জন্য কুটির শিল্প গড়ে তোলা হবে, যাতে তারা ঘরে বসেই কর্মসংস্থান তৈরি করতে পারেন।’
বিএনপি ক্ষমতায় এলে সরকার গঠন করবে দাবি করে কাজী আলাউদ্দীন বলেন, সেই লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ করে দিতে হবে। ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও বিদ্যুৎ সুবিধা আমার হাত ধরেই এসেছে। এজন্য মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে।’
তিনি আরও বলেন, ‘আরেকবার সুযোগ পেলে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব। নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো স্থান থাকবে না।’
কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী তৌহিদ হাসানসহ অন্যান্য নেতারা।
জনসভায় কালিগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।