নীলফামারী: নির্বাচনি প্রচার ও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান কাছে এই স্মারকলিপি প্রদান করে।
অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর নীলফামারী জেলা শাখার পরিচালক মাহমুদ হাচানের নেতৃত্বে স্মারকলিপি দেওয়রি সময় উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সহকারী পরিচালক সাঈদ বিন ইসলাম,শিক্ষা ও সচেতনতা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম,দফতর সম্পাদক সিয়াম ইসলাম, সদস্য মুজাহিদ ইসলাম আদিব সহ প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়,জাতীয় শিশু নীতি- ২০১১ এবং শিশু আইন-২০১৩ অনুযায়ী শিশুদের এ ধরনের কাজে সম্পৃক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্বাচনি কাজে শিশুদের ব্যবহার তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এসব কর্মকাণ্ড বন্ধে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি প্রশাসনের কঠোর নির্দেশনাসহ চার দফা প্রদান করা হয়।
অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর জেলা শাখার পরিচালক মাহমুদ হাচান বলেন, নির্বাচনি প্রচার ও রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার শুধু আইনবিরোধী নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা চাই, শিশুদের শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিত হোক।
স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, একটি শিশুবান্ধব নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে এই আন্দোলন অব্যাহত থাকবে।